সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

রামপালে কিশোরীকে গণধর্ষণের প্রধান আসামি গ্রেপ্তার 

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালে কিশোরীকে গণধর্ষণের প্রধান আসামি গ্রেপ্তার 

রামপালে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি রহমতকে (২০) গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গত শুক্রবার গাজীপুর জেলার চৌরাস্তা থেকে র্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। 

আটক রহমতকে শনিবার (৭ অক্টোবর) বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়। রহমত উপজেলার গোবিন্দপুর গ্রামের মাহাবুবুর রহমানের পুত্র। উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর উপজেলার বড় দুর্গাপুর পলাশের মাছের ঘেরের টোং ঘরে ৩ যুবক উপর্যুপরি ধর্ষণ করে। অপর আসামিরা হলেন, গোবিন্দপুর গ্রামের ফরহাদ হোসেনের পুত্র শেখ রাসেল (২৪) ও কালেখারবেড় গ্রামের মো. আজমল হোসেনের পুত্র মো. রাকিব হোসেন (২৬)।

রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম বলেন, ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর মামা বাদী হয়ে মামলা করেছেন। মামলার পর তিন আসামির মধ্যে আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি। অন্য আসামিকে খুলনা র্যাব -৬ এর সদস্যদের সহায়তায় গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

টিএইচ